×

রাজধানী

নির্ধারিত সময়ে চালু হচ্ছে না মেট্রোরেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১০:৫০ পিএম

নির্ধারিত সময়ে চালু হচ্ছে না মেট্রোরেল

ছবি : সংগৃহীত

শনিবার থেকে চালু হচ্ছে না মেট্রোরেল। অনিবার্য কারণে মেট্রোরেল চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে কোম্পানির সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট ডিএমটিসিএলের আওয়তায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন- ৬ এর মেট্রোরেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাত সাত দিনের মধ্যে পুনরায় চালুর নির্দেশ দেয়।

ডিএমটিসিএল জানায়, অনিবার্য কারণে সেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করা যায় নাই। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীছাড়া পরিচালন পরীক্ষা শেষে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া মেট্রোরেল চালু ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এই প্রেক্ষাপটে, আগের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে মেট্রোরেল চালু করা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে কবে নাগাদ বহু কাঙ্খিত এই গণপরিবহন সেবা চালু হবে সে ব্যাপারে ওই চিঠিতে কিছু বলা হয় নাই।

আরো পড়ুন : নগরীর ট্রাফিক ব্যবস্থারও সংস্কার চায় পুলিশ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। ১৯ জুলাই তারা হামলা চালিয়েছে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। আর এই প্রেক্ষাপটে ২০ জুলাই সকালে জরুরি মেরামতের প্রয়োজনে এবং জনগণের জানমালের নিরপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে ডিএমটিসিএল। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App