×

রাজধানী

কান্নাজড়িত কণ্ঠে যে আতঙ্কের কথা জানালেন তেজগাঁও থানার ওসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম

কান্নাজড়িত কণ্ঠে যে আতঙ্কের কথা জানালেন তেজগাঁও থানার ওসি

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর সেনাবাহিনীর সহায়তায় তেজগাঁও থানায় কাজ করা শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। থানার সামনে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে কান্না জড়িত কণ্ঠে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, পুলিশ এবং তাদের পরিবারের সদস্যরা সত্যিই আতঙ্কের মধ্যে আছে।

তিনি বলেন, ‘আমাদের ব্যর্থতা অনেক, আমরা জনগণকে বুঝাইতে পারি না। আজকে ফিরে আসা কিন্তু জনগণের জন্যই। আমরা এর আগেও যা করেছি অর্ডারে করেছি, আজকেও অর্ডার করছে থানায় চলে আসছি।’

এসময় কান্নাজড়িত কণ্ঠে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, ‘বিগত দিনে একসঙ্গে কাজ করেছি অনেক সদস্য এখন আর নেই। আমাদের হৃদয় এখন ভারাক্রান্ত। সত্যিকার অর্থে আমাদের পুলিশ পরিবার ট্রমাটাইজ।

আরো পড়ুন: পুলিশের ১১ দফা দাবি, রাজারবাগ যাচ্ছেন ড. ইউনূস

তিনি আরো বলেন, ‘আমাদের চেইন অব কমান্ডে কাজ করতে হয়। আগেও অর্ডারে কাজ করেছি, এখনও তাই। তবে অনেক সহকর্মী ভেঙে পড়েছে। আমাদের ব্যর্থতা ওভারকাম করে সত্যিকারে মানুষের সেবায় এগিয়ে আসতে পারে, সেই চেষ্টা করব।’

এ বিষয়ে সেনাবাহিনীর ২৫ ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর সাখাওয়াত খন্দকার বলেন, তেজগাঁও এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি সমন্বয় সভা করা হয়েছে। তারা আশ্বস্ত করেছে যে সবাই পুলিশকে সাহায্য সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, বিক্ষুব্ধ মানুষের হাত থেকে থানা রক্ষা করা তাদের জন্য বিরাট একটি চ্যালেঞ্জ ছিল। আমাদের কাছে মনে হইছে যে পুলিশকে বাঁচাতে হবে। থানার ভেতরে ব্যাপক অস্ত্র রয়েছে। যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে যেত। 

পুলিশের তেজগাঁও অঞ্চলের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ তৈরির বিষয়ে বলেন, ‘পুলিশের প্রতি আপনাদের যে ক্ষোভ আছে, সেটা কিছু ভুল সিদ্ধান্তের কারণে হয়েছে। এজন্য সমগ্র পুলিশ বাহিনী দোষী না। যা হয়েছে আপনারা পুলিশের দোষত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

পর্তুগালের নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ড. মাহফুজুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App