যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১১:২৪ এএম
ছবি : প্রতীকী
রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলেয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার দুই নাতি আব্দুর রশিদ (৩৫) ও মারুফ (২০)। তাদের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলেয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা রহমান জানান, আলেয়া থাকেন ভাষানটেক বস্তিতে। রাতে তারা ৩ জন মোটরসাইকেলে করে ডেমরায় এক আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। পথে মেয়র হানিফ ফ্লাইওভারের ডেমরামুখী অংশে একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ছিটকে পড়ে ৩ জনই গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে মৃত্যু হয় আলেয়া বেগমের।
তিনি জানান, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আরো পড়ুন : রাজধানীতে দুই বাসে আগুন