ওটিটিতে তামাক-মদের প্রচার বিপদগ্রস্ত করছে কিশোরদের
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১০:০৪ পিএম
ছবি: ভোরের কাগজ
ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ৬০টি নাটক ও সিনেমায় নায়ক ২৮টিতে, নায়িকা ১৪টি, ৮টি খলনায়কের চরিত্রে মাদক এবং ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা ‘তুফান’ এ নায়ক, নায়িকা ও প্রধান চরিত্রের মাধ্যমে ৬০ বারের বেশী ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। এসব নাটক, সিনেমায় ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন এবং জাতীয় সম্প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘণ করেছে। নাটক ও সিনেমার প্রধান চরিত্রে ধূমপান ও মাদককে এভাবে উপস্থাপনে কিশোর-তরুণদের বিপদগ্রস্ত করছে, যা জাতির জন্য হুমকি স্বরুপ।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর ধানমন্ডির বিলিয়া সেন্টারে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানস কর্তৃক পরিচালিত মে মাসে প্রকাশিত গবেষণার বরাত দিয়ে জনস্বাস্থ্য রক্ষায় ওটিটি নীতির প্রয়োজনীয়তা ও বাস্তবতা কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। মানস পরিচালিত গবেষণায় ৫টি ওটিটি চ্যানেলের ৬০টি প্রোগ্রামে পর্যবেক্ষনকৃত ১৫টি হিন্দি সিনেমায়, ৯টি ইংরেজি সিনেমায়, ১৩টি বাংলা সিনেমায় ও ৫টি নাটকে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণের চিত্র পাওয়া গেছে। তরুণদের উদ্ধুদ্ধ করতে নাটক-সিনেমায় ধূমপান ও মাদকের এ ধরনের দৃশ্য সংযোজনের পিছনে তামাক ও অ্যালকোহল কোম্পানির প্রভাব রয়েছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেন।
আরো পড়ুন : বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না
কর্মশালায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতি বিশ্লেষক এড. সৈয়দ মাহবুবুল আলম বলেন, রাষ্ট্রীয় প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপালসহ বিশ্বব্যাপী ১৪টি দেশ ‘টিকটক’ নিষিদ্ধ করেছে। আমাদের দেশেও এ ধরনের মিডিয়াগুলোতে অহরহ আইন লঙ্ঘণসহ অসামাজিক, নৈতিকতা পরিপন্থী বিষয়গুলো ফলাও করে প্রচার করা হচ্ছে, যা প্রভাবিত করছে কিশোর-তরুণদের। জনস্বাস্থ্য ও নৈতিকতা রক্ষায় এবং রাষ্ট্রের প্রয়োজনে কোনো এ্যাপস, ওটিটি প্ল্যাটফর্মে যদি আইন লঙ্ঘণ করে, প্রয়োজনে তাদের নিষিদ্ধ ও আইনের আওতায় আনা উচিৎ।
‘মানস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, নাটক, সিনেমা ও বর্তমান সময়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত কনটেন্টগুলোতে তারকাদের দ্বারা অযাচিতভাবে ধূমপানের দৃশ্য দেখানো আমাদের তরুণদেরকে ধূমপানসহ ক্ষতিকর মাদক সেবনে উৎসাহিত করছে। অতীতে অনেক সিনেমা ব্যবসা সফল হয়েছে যেগুলোতে ধূমপানের দৃশ্য ছিলো না। ধূমপানের দৃশ্য কাহিনী দৃশ্যায়ন হয় না এমন ভ্রান্ত ধারণা থেকে পরিচালক, প্রযোজকদের বেরিয়ে আসতে হবে। শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা আছে, সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল এমন কিছু থেকে বিরত থাকা প্রয়োজন।