×

রাজধানী

রাজধানীর জনবহুল পয়েন্টে খাবার পানি দিচ্ছে ওয়াসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম

রাজধানীর জনবহুল পয়েন্টে খাবার পানি দিচ্ছে ওয়াসা

ছবি: সংগৃহীত

চলমান তীব্র তাবদাহে পথচারীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে রাজধানীর জনবহুল পয়েন্টে খাবার পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা। প্রতিদিন বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ পানি সরবরাহ করছে সংস্থাটি। ঢাকা ওয়াসার জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত রবিবার ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিকে জানানো হয়, ঢাকা ওয়াসার গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বর্তমানে সারাদেশের ওপর দিয়ে প্রবাহমান তীব্র তাপদহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূণ্যতার আশংকা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা। 

আরো পড়ুন: তাপ কমাতে সড়কে পানি ছিটাচ্ছে ডিএনসিসি

খোঁজ নিয়ে জানা গেছে, যেসব পয়েন্টে ঢাকা ওয়াসা পানি সরবরাহ করছে সেগুলো হলো- আজিমপুর কবরস্থানের সামনে, পলাশীর মোড়, নয়া বাজার ইংলিশ রোড, সদরঘাট লঞ্চ টার্মিনাল ১ ও ২ এলাকা, মোহাম্মদপুর টাউন হল বাজার, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, শ্যামলী সিনেমা হল, শ্যামলী শিশুমেলা, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, কলেজ গেইট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা কলেজ গেইট, জিগাতলা বাসট্যান্ড, শংকর বাসস্ট্যান্ড, ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে, পান্থপথ সিগন্যাল, নিউ মার্কেট পশ্চিম গেইট, নিউ মার্কেট পূর্ব গেইট, কলাবাগান মাঠ এলাকা, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড (রাস্তার অপর পাশ), কাওরানবাজার সার্ক ফোয়ারা, ফার্মগেট খামারবাড়ি, বসিলা বেরিবাধ চার রাস্তার মোড়, শংকর বাস স্ট্যান্ড (রাস্তার অপর পাশ), টিকাটুলী মোড়, জয়কালী মন্দির পুলিশ বক্স, রামকৃষ্ণ মিশন রোড, কমলাপুর রেল ষ্টেশন, মানিক নগর বিশ্বরোড, জনপথ পুলিশ বক্স ভ্যান, কমলাপুর স্টেডিয়াম, শহীদ ফারুক রোড, ধোলাইখাল মোড়, মুরসী টোলা মোড়। 

এছাড়া রাজধানীর অন্যান্য এলাকাতেও এই সেবা দিচ্ছে ঢাকা ওয়াসা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App