×

রাজধানী

আজ থেকে চলবে মেট্রোরেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৮:২৪ এএম

আজ থেকে চলবে মেট্রোরেল

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল। আবার ঈদের পর দিন মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। এরফলে মেট্রোরেল বন্ধ রয়েছে টানা দুই দিন। 

শনিবার (১৩ এপ্রিল) থেকে মেট্রোরেল আবারো চলাচল শুরু করবে। তবে পবিত্র রমজান মাসে মেট্রোরেলের চলাচল যে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না।

মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক অবশ্য সে কথা আগেই জানিয়েছিলেন।

গত ২৬ মার্চ তিনি বলেছিলেন, “রমজানে সময় বাড়ানো হলেও ঈদের পর আগের সময়সূচিতে চলবে মেট্রোরেল।”

রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় শেষের এক ঘণ্টা বাড়ানো হয়। সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিট মতিঝিল থেকে ছাড়ে। এখন থেকে আগের সময়সূচিতেই চলবে মেট্রোরেল, অর্থাৎ মতিঝিল থেকে শেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টা ৪০ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App