×

রাজধানী

রাজধানীতে এক ছাদের নিচে হয়ে গেলো ঈদের সব কেনাকাটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পিএম

রাজধানীতে এক ছাদের নিচে হয়ে গেলো ঈদের সব কেনাকাটা

ছবি: ভোরের কাগজ

রাজধানীর গুলশানে একই ছাদের নিচে হয়ে গেলো ঈদ কেনাকাটার সব আয়োজন। ‘দি চাঁদ বাজার’ নামে এই ঈদ মেলায় জামাকাপড়ের পাশাপাশি ক্যাজুয়াল ক্লথিং, জুতা, গয়না এক্সেসরিজ ছাড়াও লাইফস্টাইলের সব পণ্য নিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।

ইভেন্টবক্সের আয়োজনে আলোকি কনভেনশন সেন্টারে ১, ২ এবং ৩ এপ্রিল এই মেলা চলে। মেলায় আরো ছিলো হোম ডেকোর এক্সেসরিজ, ফার্নিচার, ইলেকট্রনিক্স, আর্ট এন্ড ক্রাফটসসহ ঈদ উৎসবের যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম। 

স্কিনকেয়ার, মেকআপ এবং জুয়েলারি প্রোডাক্টস নিয়ে জমে উঠেছিলো বিশাল বিউটি জোন। বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনসহ সেহরি এবং ইফতার করতে এসেছিলো হাজারো মানুষ। নিজেদের ঐতিহ্য তুলে ধরতে মেলায় ছিলো বায়স্কোপের আয়োজনও। 

মেলায় টাইটেল স্পন্সর হিসেবে ছিলো ‘বঙ্গ ইফেক্ট’ এবং পেমেন্ট পার্টনার ছিল ‘বিকাশ’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App