×

রাজধানী

রাজধানীতে বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণ, ১১ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৮:৪৩ পিএম

রাজধানীতে বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণ, ১১ লাখ টাকা জরিমানা

ছবি: ভোরের কাগজ

রাজধানীর দক্ষিণ বনশ্রীর তিতাস রোডে সরকারি বিধিবিধান লঙ্ঘন করে বাড়ি নির্মাণ করায় ১১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

রোববার (১০ মার্চ) বিকেলে আকস্মিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পরিদর্শনকালে তিনি দেখতে পান রাস্তায় পাশে কোনো জায়গা না রেখে, নির্মাণসামগ্রী যেখানে সেখানে রেখে, নির্মাণাধীন বাড়ি নিরাপত্তার জন্য ঢেকে না রেখেই বাড়ি নির্মাণ অব্যাহত রাখা হয়েছে।

পরে পরিবেশ মন্ত্রী সেখানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ সময় পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে কোনো নির্মাণ করলে বা পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশের মানের উন্নয়নে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App