×

রাজধানী

ছবির হাটে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘বোধ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম

ছবির হাটে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘বোধ’

ছবির হাটে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘বোধ’

রাজধানীর শাহবাগের ছবির হাটে ‘বোধ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। তিন দিনব্যাপী প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।শুক্রবার (৮ মার্চ) দুপুর ৩টায় এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীটি ১০ মার্চ পর্যন্ত চলবে। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আলোকচিত্র প্রদর্শনীর কিউরেট করেছেন তানজিমুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী কে এম আসাদ। তার তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন।

এই পাঁচজন আলোকচিত্রী অংশগ্রহণ করে শেখার চেষ্টা করেছেন কীভাবে একটি বিষয়ের দিকে তাকাতে হয় এবং সেটিকে আলোকচিত্রের মাধ্যমে একটি গল্পের আকার দেওয়া যায়। আলোকচিত্রীরা নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন।

যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু সবার প্রয়াস ছিল নিজেদের অনুভূতি প্রকাশ করা। যে বোধের ভেতর দিয়ে নিজে গেছেন এবং প্রয়োজন মনে করেছেন সেটি প্রকাশ করতে চেয়েছেন তারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App