×

রাজধানী

গাউসিয়া টুইন পিকের ১২ রেস্টুরেন্ট সিলগালা করল রাজউক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৪:৪১ পিএম

গাউসিয়া টুইন পিকের ১২ রেস্টুরেন্ট সিলগালা করল রাজউক

ধানমন্ডির সাতমসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্টুরেন্ট সিলগালা করেছে রাজউক। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এতে নেতৃত্ব দেন।

সোমবার (৪ মার্চ) দুপুরে ভবনটিতে অভিযান চালানোর পর এই সিদ্ধান্ত হয়। এর আগে ভবনটির ছাদে দুটি স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন রাজউকের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন: ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট সিলগালা

অভিযান শেষে তাজিনা সারোয়ার সাংবাদিকদের বলেন, এই ভবনটি এফ-১ ক্যাটাগরিতে অনুমোদন দেয়া হয়েছে। ওই ক্যাটাগরি অনুসারে ভবনটি অফিস হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা পরিদর্শনে মাত্র দুই ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে বরাদ্দ দেয়ার বিষয়টি দেখলাম। বাকি অংশগুলোতে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্টকে ভাড়া দেয়া হয়েছে। তার সঙ্গে ওষুধ ও কাপড়ের দোকান পেয়েছি। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ভাড়া দেয়ার কারণে রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযানে এসেছে। তিনি আরো বলেন, আমরা শুধু রেস্টুরেন্টগুলো সিলগালা করে দিচ্ছি।

রবিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। সোমবার রাজধানীতে অননুমোদিত রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App