×

রাজধানী

বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন নাজমুল, লাশের অপেক্ষায় বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ০৩:০৩ পিএম

বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন নাজমুল, লাশের অপেক্ষায় বাবা

চার বন্ধু মিলে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের তিনতলায় একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন শিক্ষার্থী নাজমুল হাসান। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৫০ মিনিটে  ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন নাজমুল ও তার দুই বন্ধু। নাজমুলের লাশ খুঁজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) হন্যে হয়ে ঘুরছিলেন পিতা নজরুল ইসলাম।

শুক্রবার (১ মার্চ) সকালে ঢামেকের জরুরি বিভাগের সামনে কথা হয় নজরুল ইসলামের সঙ্গে।

কান্নাজড়িত কণ্ঠে সন্তানের লাশটি খুঁজে দেয়ার আকুতি জানাচ্ছিলেন সবার কাছে। নজরুল ইসলাম জানান, নাজমুল ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান নাজমুলদের এক বন্ধু। তিনিই পরে বাকি বন্ধুদের পরিবারকে অগ্নিকাণ্ডের খবর জানান।

আরো পড়ুন: মেয়েসহ ভিকারুননিসার শিক্ষিকার জানাজা অনুষ্ঠিত

নাজমুলের মামা আনোয়ার হোসেন গাজী বলেন, ‘নাজমুল অনেক মেধাবী শিক্ষার্থী ছিল। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছিল সে। ভার্সিটি শেষ কইরা বিদেশে পাঠানোর স্বপ্ন ছিল দুলাভাইয়ের (নাজমুলের বাবা)। সব পুইড়া শেষ হইয়া গেল।

কান্নাজড়িত কণ্ঠে নাজমুলের লাশ শনাক্তে সবার কাছে সহযোগিতা চেয়ে আনোয়ার বলেন, ‘সবার কাছে অনুরোধ, আমাদের একটু সহায়তা করেন। আমরা যেন আমাদের ছেলের লাশটা খুঁইজা পাই।’

গতকাল (বৃহস্পতিবার) রাত পৌনে ১০টায় গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে ৪৬ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে ঢাকা জেলা প্রশাসন।

১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিক্যালে দুজন ভর্তি রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, তাদের কেউই শঙ্কামুক্ত নয়। এদিকে শনাক্ত হওয়া ৩৮ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App