×

রাজধানী

দায়িত্ব নিয়েই দুইজনকে চাকরিচ্যুত করলেন তাপস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২০, ০৭:৪৯ পিএম

দায়িত্ব নিয়েই দুইজনকে চাকরিচ্যুত করলেন তাপস

চাকরিচ্যুত দুই জন।

দায়িত্ব নিয়েই দক্ষিণ সিটির দুই প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রবিবার (১৭ মে) তাদের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও দুর্নীতিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুতরা হলেন, সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান।

চাকরিচ্যুতদের নামে জারি করা আদেশে বলা হয়েছে, দু’জনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা ২০১৯ এর ৬৪(২) মোতাবেক জনস্বার্থে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থে চাকরি হতে অপসারণ করা হলো।

শনিবার (১৬ মে) দুপুরে মেয়রের দায়িত্ব বুঝে নেয়ার পর দুর্নীতি রোধ করার হুশিয়ারি দেন নবনির্বাচিত মেয়র তাপস। আর দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম পদক্ষেপ মেয়রের।

রবিাবর (১৭ মে) প্রথম অফিসে গিয়ে তিনি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে মেয়র দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনোরূপ শৈথিল্য বরদাশত করবেন না বলে কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App