×

রাজধানী

বিক্ষোভে গুলিবিদ্ধ সেই শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১১:১৭ এএম

বিক্ষোভে গুলিবিদ্ধ সেই শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে আহত জালাল উদ্দিন (৪২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। শনিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে হাসপাতালটির নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্যালক রেজাউল করিম জানান, জালালের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানায়। বর্তমানে স্ত্রী নার্গিস পারভিন ও একমাত্র মেয়েকে নিয়ে কোনাবাড়ী জরুন বাজার এলাকায় থাকতেন। তিনি জানান, ৮ নভেম্বর সকাল ৮টার দিকে জরুন এলাকায় বেতনভাতা বাড়ানোর দাবিতে চলা আন্দোলনে পুলিশের চালানো শটগানের গুলিতে আহত হয়েছিলেন জালাল। গুলি তার পেটে লেগেছিলো। ওইদিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। একই দিন ওই আন্দোলনে পুলিশের গুলিতে আঞ্জুয়ারা খাতুন (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App