×

রাজধানী

আলো ছড়াচ্ছে হাজী ইকবাল ফাউন্ডেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম

আলো ছড়াচ্ছে হাজী ইকবাল ফাউন্ডেশন
আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ঘটিত হাজী ইকবাল ফাউন্ডেশন দেশের আনাচে কানাচে আলো চড়াচ্ছে। নিজ স্বার্থকে ত্যাগ করে সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এডভোকেট মো. অলিউর রহমানের উদ্যোগে সৃষ্টি করা হয় হাজী ইকবাল ফাউন্ডেশন। হাজী ইকবাল ফাউন্ডেশন মূলত দেশের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের নিয়ে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সংগঠনটির উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তিত্ব ফেরদৌসী বেগম ইকবাল সমাজ কল্যাণ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ২০১৯ সালে বাংলাদেশ সরকারের নারী ও শিশু মন্ত্রণালয় থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হন। ২০১৭ সাল থেকে সংগঠনটি ইকবাল ফাউন্ডেশন নামে কার্যক্রম চললেও ২০২১ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে হাজী ইকবাল ফাউন্ডেশন নামে রূপান্তরিত হয় এবং দেশব্যাপী নতুন উদ্যমে কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে উক্ত ফাউন্ডেশন থেকে অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানোর হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন জায়গায় অধ্যয়নরত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ দেওয়া হয়েছে। তাদের এ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমানভাবে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে যাচ্ছে, দেশের সুনামধন্য আইন সহায়তাকারী প্রতিষ্ঠান ফাইণ্ড মাই এডভোকেট। এ বিষয়ে হাজী ইকবাল ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মো. অলিউর রহমান বলেন, ইকবাল ফাউন্ডেশন নামে আমাদের এ কার্যক্রম শুরু হয় ২০১৭ সালে। ২০২১ সালে করোনা ভাইরাসে আমার আব্বাকে হারাই। তার স্মৃতি রক্ষার্থে ২০২১ সালে আমরা হাজী ইকবাল ফাউন্ডেশন রূপান্তরিত হয়। ইতিমধ্যে এ ফাউন্ডেশন থেকে অসংখ্য অসহায় মানুষকে সাহায্য করা হয়েছে। সমাজে যে উঁচু নিচু ভেদাভেদ আছে, সেইসব ভেদাভেদ দূরীকরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মানুষের মুখে হাসি ফুটানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App