×

রাজধানী

ফল উৎসব আর বাউল গানে মুখর জাতীয় প্রেস ক্লাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৯:১৩ এএম

ফল উৎসব আর বাউল গানে মুখর জাতীয় প্রেস ক্লাব
রকমারি দেশি ফলের সমাহার আর ঐতিহ্যবাহী বাউল গানে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব ছিল উৎসবমুখর। ফল উৎসব উপলক্ষে সমবেত হয়েছিলেন ক্লাব সদস্য ও তাদের পরিবার। প্রায় ৪০ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মনোরম অনুষ্ঠান ছিল এটি। ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সীমান্ত খোকন। ফল উৎসবে গান পরিবেশন করেন পল্লী বাউল সমাজ উন্নয়ন সংস্থার শিল্পী নয়ন বাউল ও তার দল। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত জনপ্রিয় সব বাউল গান পরিবেশন করেন তারা। ছোট-বড় সবাই গানের তালে তালে রকমারি ফলের রস আস্বাদন করেন। জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন সূচিত হয়। প্রেস ক্লাব মিলনায়তনে ফল উৎসবের উদ্বোধনকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বাঙালির পার্বণের একটি বড় উৎসব হচ্ছে ফল উৎসব। প্রেস ক্লাবের এই ফল উৎসবও তারই ধারাবাহিকতায় উদযাপন করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ক্লাবের সদস্য এবং তাদের পরিবারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্বাগত বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য প্রতি বছরই জাতীয় প্রেস ক্লাব ফল উৎসবের আয়োজন করে থাকে। এবারো এরই ধারাবাহিকতায় আজকের উৎসবের আয়োজন করা হয়েছে। আজকের এ আয়োজন সাফল্যমণ্ডিত করার জন্য আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্য এবং তাদের পরিবারকে কৃতজ্ঞতা জানাই। আনন্দ দেয়ার জন্য নয়ন বাউল এবং তার দলকে ধন্যবাদ জানাই। উদ্বোধনের পর প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সারিবদ্ধ হয়ে ফল সংগ্রহ করেন। এ সময় বাউল শিল্পীরা ঢোল, তবলা, একতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান পরিবেশন করেন। তাদের গানের তালে তালে উৎসব আনন্দমুখর হয়ে ওঠে। উৎসবে আ¤্রপালি ও হাঁড়িভাঙ্গা আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আমড়া, পেয়ারা, পেঁপে, কলা, জাম্বুরা, কামরাঙ্গা, আমলকি, লটকন, আনারস, ওর বড়ই, করমচা, ডেউয়া, আপেল, তাল, জাম, কাঠ লিচু, বিলাতি গাব, জামরুল, ড্রাগন ফলসহ প্রায় ৪০ ধরনের দেশি ফলের সম্ভার ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও বাউল গান উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবার। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App