×

ক্যাম্পাস

ঢাবিতে আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন, উপাচার্যকে স্মারকলিপি প্রদান

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

ঢাবিতে আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন, উপাচার্যকে স্মারকলিপি প্রদান

ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য আবাসিক হলে প্রথম বর্ষ থেকে আসন বরাদ্দ ও মেয়েদের হল সংখ্যা বাড়ানোসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালটির একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। পরে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ক্লাস শুরুর আগে সিটের ব্যবস্থা করতে হবে’, ‘সিট স্টক আবার কী জিনিস’, ‘সিট কই সিট কই হলে আমার সিট কই’, ‘আবাসনের চিন্তা ছাড়তে চাই’, ‘বৈধ সিট আমার অধিকার’, ‘শিক্ষার্থীদের প্রতি হলের স্টাফদের আচরণ খারাপ কেন?’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। 

বক্তব্য প্রদানকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুর্মী চাকমা বলেন, প্রথম বর্ষ থেকে বৈধ সিট পাওয়াটা আমাদের অধিকারের মধ্যেই পড়ে। এটা আমাদের প্রতি কোনো দয়া না। আমরা চাই ১ম বর্ষের ভর্তির সময় থেকেই সিট দেয়া হোক। 

একই বিভাগের আরেক শিক্ষার্থী তানিম বিন কাইয়ুম বলেন, হলভিত্তিক যে সহশিক্ষামূলক কার্যক্রম সংঘটিত হয় সেখানে অনাবাসিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে না। ক্যাম্পাস থেকে দূরে থাকার ফলে টিএসসি ভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণে তারা সক্ষম হয়না। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মেফতাহুল শৈলী বলেন, আমি একজন ১ম বর্ষের শিক্ষার্থী হিসেবে কেনো আমাকে ঢাকায় এসে বাসা ভাড়া করতে হবে? কেনো আমাকে ভর্তির সময় সিট বরাদ্দ দিতে পারবে না? না পারলে কেনো হল বরাদ্দ দেয়া হচ্ছে? 

আরো পড়ুন: ১০ বছর ধরে গুম জবির তিন ছাত্রনেতাকে ফিরে পেতে চায় পরিবার

এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় বেশ কিছু পুলিশ ফাঁড়ি, কর্মচারি সমিতি ভবন, মার্কেটের কার্যক্রম চলমান রেখেছে। কিন্তু আবাসন সংকট নিরসনে প্রশাসনের ভূমিকা আমরা কখনও দেখতে পাইনি।

মানবন্ধনে আরো বক্তব্য রাখেন- জিওলোজি বিভাগের শিক্ষার্থী শারাবান তাহুরা নিখিতা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিমু, ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুজিয়া হাসিন রাশা, বাংলা বিভাগের শিক্ষার্থী শামিমা, সঙ্গীত বিভাগের শিক্ষার্থী অনন্যা কর প্রমুখ। 

মানববন্ধনে শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হল- 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে; ১ম বর্ষের ১ম দিন থেকেই সিট প্রদান করতে হবে; মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে; নতুন হল নির্মাণের আগে যাদের আবাসন সমস্যা আছে, ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে; হলগুলোর সংস্কার করতে হবে। (বিল্ডিংগুলো নিরাপদ কিনা তা পরীক্ষা করা, খাবারের মান উন্নয়ন, স্বাস্থ্য সেবা, লন্ড্রী সেবা, বিশুদ্ধ পানি, স্যানিটাইজেশান, অবকাঠামোগত সংস্কার, প্রসাশন কর্তৃক তদারকি ইত্যাদি।) এবং মেয়েদের হলের আশেপাশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সালমান শাহ-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

এবার সালমান শাহ-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

যেভাবে হবে পুলিশ সংস্কার

যেভাবে হবে পুলিশ সংস্কার

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App