ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৯:৫৬ পিএম
ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হয়েছেন মুন্সী শামস উদ্দিন আহম্মদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের আদেশ মোতাবেক সাময়িকভাবে আপনাকে (মুন্সী শামস উদ্দিন আহম্মদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসাবে নিয়োগ করা হয়েছে। এ পদে তিনি বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
আরো পড়ুন: ঢাবিতে সহকারী প্রক্টর হলেন যারা