×

বাজেট

খরচ বাড়ছে ধূমপায়ীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ০৩:৪৩ পিএম

খরচ বাড়ছে ধূমপায়ীদের

সিগারেট

২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা হলো। জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বিকাল ৩টায় শুরু হয় বাজেট অধিবেশন। কোরআন তিলাওয়াত ও কবি শামসুর রাহমানের কবিতা পাঠের মধ্য দিয়ে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে দাম বাড়বে কিছু পণ্যের। আবার কিছু পণ্যের দাম কমানোরও প্রস্তাব রয়েছে। বিলাশিতা পণ্যে ব্যয় বাড়ানোর প্রস্তাব রয়েছে বাজেটে। দাম বাড়ানোর তালিকায় রয়েছে সিগারেটের।

ধূমপায়ীদের বাড়তি কর দিতে হবে। রাজস্ব আয় বাড়াতে প্রথাগতভাবে এবারও সিগারেটের মূলস্থর ও সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। এতে সিগারেট ফুকতে ধূমপায়ীদের বাড়তি কর দিতে হবে। তামাকজাত পণ্য থেকে সরকারের মোটা অংকের রাজস্ব আয় বাড়াতেই বাড়তি প্রস্তাবের তালিকায় সিগারেট রাখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App