ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
ছবি: ভোরের কাগজ
সাভারের ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে ধামরাই উপজেলা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢুলিভিটা বাসস্টান্ডে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ। সঞ্চালনায় ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন- ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন, ধামরাই পৌর যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, মীর আকিব, শাকিল আহ্মেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক নেতা রাশেদ মিয়া, রাশেদুল কবীর রাসেল, আমজাদ হোসেন মিলন, রাঙা প্রমুখ।
আরো পড়ুন: পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক