অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা করা হবে: মির্জা ফখরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৮:৩৩ পিএম
পল্টন কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। ছবি : ভোরের কাগজ
অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সহযোগিতা করার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার যে নির্বাচন দিবে তাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। সবাই এই দেশের নাগরিক। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ভারতের সাহায্যে আওয়ামী লীগ আবারো অরাজকতা সৃষ্টি করতে চায়।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার এই আন্দোলনে গণহত্যাকারীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার করতে হবে। তাছাড়া দুর্নীতি করে যারা অর্থপাচার করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এ বিষয়ে অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি।
আরো পড়ুন : সাবেক আইজিপিসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই অভিযোগ বিএনপির