×

ব্যাংক

দুর্বল ব্যাংকগুলোকে যে বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

দুর্বল ব্যাংকগুলোকে যে বার্তা দিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোকে বেআইনিভাবে আর তারল্য সুবিধা দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আমরা অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবো, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নয়। দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদের বিষয়ে বলেন, পর্ষদ ভেঙে দেয়া প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও নুরুন নাহারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানা যায়, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক বড় রকমের তারল্য সংকটে ভুগছে।

ধারনা করা হচ্ছে এতদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে ধারদেনা করে চললেও গভর্নরের এমন ঘোষণার পর বিপাকে পরবে ব্যাংকগুলো। 

আরো পড়ুন: ১ হাজার টাকার নোট বাতিলের খবরে যা বললেন অর্থ উপদেষ্টা

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তার দলের নেতা-কর্মী ও সমর্থকরা আত্মগোপনে চলে যেতে শুরু করেন। প্রশাসনে আসে ব্যাপক রদবদল। এসময় পদত্যাগ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েকজন ডেপুটি গভর্নর। এর আগে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণপিটুনিতে দুই মাসে নিহত ৩৩ জন

গণপিটুনিতে দুই মাসে নিহত ৩৩ জন

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

চেন্নাই টেস্ট দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App