×

জাতীয়

নতুন বছরে শান্তিপূর্ণ প্রক্রিয়া’য় দেশে গণতন্ত্র ফিরবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম

নতুন বছরে শান্তিপূর্ণ প্রক্রিয়া’য় দেশে গণতন্ত্র ফিরবে

ছবি: ভোরের কাগজ

নতুন বছর ২০২৪ সালেই ‘শান্তিপূর্ণ প্রক্রিয়া’য় গণতন্ত্র ফেরবে বলে প্রত্যায় ব্যক্ত করছে আবদুল মঈন খান। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, এই মিথ্যা, ভুয়া নির্বাচনের জন্য যে নাটকীয় প্রহসন হচ্ছে সেই প্রহসনকে আমরা বর্জন করেছি এবং আমরা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে এই একদলীয় সরকারকে আমরা বর্জন করেছি। জনগণের শক্তিতে শক্তিশালী হয়ে নয়, বুলেটের শক্তিতে নয়, পুলিশের ব্যাটনের শক্তিতে নয়, কোনো টিয়ার গ্যাসের শক্তিতে নয়, কোনো সাউন্ড গ্রেনেডের শক্তিতে শক্তিশালী হয়ে নয়, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী হয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে ইনশাল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আনব, নতুন বছরে এটাই আমাদের প্রত্যাশা। আমরা নতুন করে আপনাদের জানিয়ে দিতে চাই, ছাত্রদলকে নিয়ে আমরা রাজপথে আছি আর রাজপথে থাকব জনগণকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব। আবদুল মঈন খান বলেন, ‘এই (৭ জানুয়ারি) নির্বাচন একটি ভুয়া নির্বাচন। আপনারা দেখেছেন এই নির্বাচন সরকার করতে গিয়ে তারা সব কিছু হযবরল করে ফেলেছে, শুধু তারা নিজেদের প্রার্থীদের নয়, তাদের জোটের প্রার্থী এবং তাদের গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা তারাই আজকে এই নির্বাচনের সমালোচনা করছে। আমাদের কোনো কিছু বলার প্রয়োজন নাই। আমি স্পষ্টভাষায় বলেছি, এই নির্বাচন সরকার ইতিমধ্যে করে ফেলেছে। ঢাকায় রাজধানীতে বসে কে কোন সিটে এমপি হবে এটা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। কাজেই এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন… এই নির্বাচনে জনগণের কোনো প্রতিনিধি এমপি হবে না, এমপি হবে সিলেকশনে, ইলেকশনে নয়। ৭ তারিখে তারা (নির্বাচন কমিশন) যেটা করবে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। আজকে ৭ তারিখ সম্পূর্ণ অর্থহীন হয়ে গেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ সেপ্টেম্বর বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সোমবার দলটি ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কিছু নেতা-কর্মীকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমানে বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রয়াত নেতা আত্মর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। ব্যাপক পুলিশি নিরাপত্তায় ছাত্র দলের অর্ধ শতাধিক নেতাকর্মী শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রবেশের সুযোগ পায়। তারা ‘শুভ শুভ শুভ দিন, ছাত্র দলের জন্মদিন’, ‘আজকের এদিনে জিয়া তোমায় মনে পড়ে’, ‘দেশ গড়েছেন শহীদ জিয়া, ‘লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’ নেত্রী মোদের খালেদা জিয়া’ ইত্যাদি স্লোগান দিয়ে কবর প্রাঙ্গণ সরব করে তোলে। আবদুল মঈন খান বলেন, ‘‘আপনারা দেখেছেন, সরকার বিএনপিসহ বিরোধী দলের ওপর কিভাবে ক্র্যাকডাউন করেছে। আজকে বহু নেতা-কর্মীকে মিথ্যা বানোয়াট মামলায় গ্রেপ্তার করে জেলে আটকিয়ে রেখেছে। আজকে ছাত্র দলের সভাপতি ও সেক্রেটারিকে ভুয়া মামলা দিয়েছে তারা আজকে এখানে আসতে পারেনি। তার প্রতিনিধি এখানে আমার পাশে আছে। ছাত্ররা নিজের জীবনের পরোয়া করে না। এই বাংলাদেশ ও ততপূর্ববর্তি পাকিস্তানের ইতিহাস যদি আপনারা বিশ্লেষণ করে দেখুন, পাকিস্তানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ’৬২ সালে প্রথম প্রতিবাদ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তার ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেমেছে। ইনশাল্লাহ আমরা তাদের সঙ্গে নিয়ে আমাদের সংগ্রামে বিজয়ী হবো। ২৮ অক্টোবরে মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর বিএনপি, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তারের ঘটনা প্রবাহে ছাত্রদলের সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সিনিয়র নেতৃবৃন্দ আসতে পারেননি। ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান, শেখ আল ফয়সাল, সাইফুজ্জামান, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, এবিএম মাহমুদ সরদার, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম তুহিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App