×

জাতীয়

নির্বাচনে লড়তে পারবেন মাহি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম

নির্বাচনে লড়তে পারবেন মাহি

ছবি: সংগৃহীত

নির্বাচনে লড়তে পারবেন মাহি
রাজশাহী-১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর ফলে নির্বাচনে লড়তে আর কোনো বাধা থাকল না মাহির। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পক্ষে আপিল শুনানি মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে প্রাথমিক বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করে দেয়। পরে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন মাহিয়া মাহি। গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে মাহির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিতে কষ্ট পান বলে জানিয়েছিলে তিনি। এর আগে মনোনয়নপত্র জমা দেয়ার দিন মাহিয়া মাহি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বতন্ত্র বললেই মনে কষ্ট লাগে। কারণ আমি মনেপ্রাণে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে লালন করি। প্রধানমন্ত্রীর নৌকাকে নিজের নৌকা মনে করি। এর আগে ২০২২ সালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। সেবার দলীয় মনোনয়ন দেয়া হয় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App