বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
দেশে সহিংসতা মুক্ত জাতীয় নির্বাচন চাইল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, দেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা সবসময় আতঙ্কে থাকেন। নির্বাচনে প্রার্থী হারলেও সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়, জিতলেও আক্রমণ হয়।
তারা বলেন, এবার নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ হলে আমরা বসে থাকবে না। নির্বাচন কমিশনকে এগুলো নিশ্চিত করতে হবে জানিয়ে তারা বলেন, আগেই এসব বিষয় কমিশনকে জানানো হয়েছে।
এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট রাণা দাশগুপ্ত লিখিত বক্তব্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য ৮টি দাবি জানান।
এছাড়াও তিনি বলেন, নির্বাচনের দুদিন আগে থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘু এলাকাতে বিজিবি ও র্যাবের টহলের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের দাবি আদায়ে একদিকে আন্দোলন অন্যদিকে আলোচনার ব্যবস্থা থাকবে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হয়, ততদিন পযর্ন্ত ধর্মীয় সংখ্যালঘুরা মাঠে থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতিত্রয় অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও, ভিক্ষু সুনন্দ প্রিয়, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য রঞ্জণ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও সহ আন্তর্জাতিক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।