গাজা থেকে ফিরলেন আরো ১১৭ রুশ নাগরিক

আগের সংবাদ

'বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ' গ্রন্থের মোড়ক উন্মোচন

পরের সংবাদ

লোহিত সাগরে ৫২ নাবিকসহ ইসরায়েলি জাহাজ আটক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ১:৪৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ১:৪৬ অপরাহ্ণ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর থেকে ৫২ জন নাবিকসহ একটি ইসরায়েলি জাহাজ আটক করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর: আল-মায়াদিন টিভির।

আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সম্প্রতি ইসরায়েলকে হুশিয়ার করে বলেছিল, গাজা উপত্যকায় বর্বরতা বন্ধ না করলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী যেকোনো ইসরায়েলি জাহাজকে টার্গেট করা হবে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন খবরে বলা হয়, ইয়েমেনের নৌবাহিনী রবিবার লোহিত সাগরের গভীর থেকে ইসরায়েলি জাহাজটি ৫২ জন নাবিকসহ আটক করেছে। জাহাজটির নাবিকদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইয়েমেনের যথাযথ কর্তৃপক্ষ এসব নাবিকের জাতীয়তা পরীক্ষা করে দেখছে।

এদিকে, ‘গ্যালাক্সি লিডার’ নামে আটক জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন বলে ইহুদিবাদী গণমাধ্যম স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, জাহাজটিতে ইসরায়েলের কোনো নাবিক ছিল না, যদিও ইয়েমেন এখন পর্যন্ত এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছিলেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলি কোনো কোম্পানির ব্যবহৃত অথবা ইসরায়েলি পতাকাবাহী যেকোনো জাহাজে হামলা চালানো হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে তারা এ কাজ করবেন বলে সারিয়ি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো থেকে নিজেদের নাবিকদের প্রত্যাহার করে নেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান। তবে জেনারেল সারিয়ি হামলা চালানোর হুমকি দিলেও রবিবার তারা ইসরায়েলি জাহাজটিতে হামলা না চালিয়ে ইয়েমেন উপকূলে নিয়ে আটক করা হয়।

এমএমএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়