ফখরুলের জামিন শুনানি ২২ নভেম্বর

আগের সংবাদ

বিএনএমের চেয়ারম্যান হচ্ছেন শাহ আবু জাফর

পরের সংবাদ

মিরপুরে বিআরটিসি বাসে আগুন

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৩:৪৮ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ৪:০২ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর-১০ নম্বরে সোমবার (২০ নভেম্বর) দুপুরে একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সোমবার দুপুর ২টা ৩৫ মিনিটে মিরপুর-১০ নম্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়া হয় বলে আমাদের কাছে সংবাদ আসে। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে বাসটির আগুন নির্বাপণ করে।

তালহা বিন জসিম আরো জানান, রবিবার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৬টি আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

এমএমএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়