ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য

আগের সংবাদ

ঢাবিতে প্রলয় গ্যাংয়ের ৪ সদস্যকে সাময়িক বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় প্রশাসন

পরের সংবাদ

ফরিদপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম নিলেন গোলাম মওলা নকশবন্দী

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৬:০৪ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ৭:০৪ অপরাহ্ণ

ফরিদপুর-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিলেন খন্দকার গোলাম মওলা নকশবন্দী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি।

সোমবার (২০ নভেম্বর) ২৩, বঙ্গবন্ধু এ্যাভিনিও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরিদপুর-৩ আসনের দলীয় নেতাকর্মীরা তার পক্ষে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামী ৭ জানুয়ারি রবিবার ভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। যে তফসিল ঘোষণা করেছেন, তাতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর। তার আগেই আওয়ামী লীগ প্রার্থী বাছাই করে ফেলতে হবে।

ফরিদপুর-৩ আসনটি জাতীয় সংসদ-২১৩ নং আসন। এই আসনটি ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে খসড়া মোট ভোট ৪ লাখ ৩ হাজার ১০৮ জন।এর মধ্যে নারী ২ লাখ ১ হাজার ৭১ ও পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫৪টি ও ভোট কক্ষের সংখ্যা ৯০২টি।

এছাড়াও খন্দকার গোলাম মওলা নকশবন্দী কে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ১৫টি উপ-কমিটির ১টি ধর্ম বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৪ নম্বর সদস্য ছিলেন। তাই ফরিদপুর-৩ আসন থেকে খন্দকার গোলাম মওলা নকশবন্দী মনোনয়ন পাবেন বলে আশাবাদী তার কর্মী সমর্থকরা।

এসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়