বিনাদোষে জেল খাটলাম

আগের সংবাদ

সাতকানিয়ায় ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পরের সংবাদ

পুঠিয়ায় চলন্ত বাসে আগুন

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ১২:০৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ১২:০৩ অপরাহ্ণ

রাজশাহীর পুঠিয়ায় এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ( ১৯, নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রাণ কোম্পানির একটি বাস রবিবার রাতে তাদের কর্মচারীদের নাটোর থেকে তাহেরপুর এলাকায় নামিয়ে দিতে আসে। এরপর তারা কর্মচারীদের নামিয়ে ফেরার পথে ধোপাপাড়া ফিড মিলের সামনে মোটরসাইকেলে অজ্ঞাত দুজন দুষ্কৃতিকারী গাড়িতটিতে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে মুহূর্তে আগুন ধরে যায় গাড়িতে। তবে গাড়িতে ড্রাইভার ও হেলপার ছাড়া অন্য কেউ না থাকায় হাতাহতের কোন ঘটনা ঘটেনি।

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএমএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়