ইসরাইলের হামলায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত

আগের সংবাদ

যে কারণে ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন তানজিন তিশা

পরের সংবাদ

ডেমরায় বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব, ১৫ ককটেল উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৯:১৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ৯:১৮ অপরাহ্ণ

রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। সেখান থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৫টি ককটেল । ঘটনাস্থলে র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরায় খাঁননগর এলাকার বাড়িটিতে অভিযানে নামে র‌্যাব-৩। এখন বাগিঠি ঘিরে রেভেছে তারা।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন বলেন, নাশকতার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আমরা দুই জনকে আটক করেছি। আটকরা হলেন— মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে আমাদের বোম ডিস্পোজাল ইউনিট কাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়