অবরুদ্ধ গাজা থেকে মিশরের রাফা ক্রসিং দিয়ে কায়রো এসে সেখান থেকে বিশেষ বিমানে করে আরো ১১৭ রুশ নাগরিক নিজ দেশে ফিরেছেন। রাশিয়ার জরুরি ব্যবস্থপনা মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। শনিবার তাদের রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিশর আনা হয়। খবর: রুশ বার্তা সংস্থা তাসের।
এরপর তাদেরকে রাশিয়ার ওই বিশেষ বিমানে করে মস্কো আনা হয়। বিমানের মধ্যেই তাদের চিকিৎসা সেবা শুরু করেন একজন চিকিৎসক ও আরেকজন মানসিক চিকিৎসক।
উল্লেখ্য, গত ১২ নভেম্কার থেকে কয়েক দয়ায় ৫৫০ জন রাশ নাগরিককে গাজা থেকে উদ্ধার করে রাফা ক্রসিং দিয়ে মিশর আনা হয়েছে।এদের মধ্যে ২৩০টি শিশুও রয়েছে।মিশর থেকে এ পর্যন্ত চার দফায় বিশেষ বিমানে করে ৪০৮ জনকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গাজায় সহস্রাধিক রুশ নাগরিক আটকা পড়ে আছেন।পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।