হারের পর ড্রেসিংরুমে কেঁদেছেন কোহলিরা

আগের সংবাদ

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিক

পরের সংবাদ

গজারিয়ায় বাস খাদে পড়ে নিহত এক, আহত ২০

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৩:০০ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ৩:০০ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় জৈন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আ. রউফ নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

গজারিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রিফাত মল্লিক ভোরের কাগজকে জানান, সোমবার সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনা স্থলে যান। পা বিচ্ছিন্ন হয়ে পড়া এক যাত্রীকে তারা এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবির জানান, বাসটি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়া বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন ও এক পথচারী নিহত হয়েছেন।তাদের মধ্যে পাঁচ যাত্রীকে গুরুতর অবস্থায ঢাকা পাঠানো হয়েছে।

এমএমএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়