নেতাকর্মীদের মুক্তি দিয়ে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করুন

আগের সংবাদ

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগপত্র কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে

পরের সংবাদ

কুড়িগ্রামে জামায়াতের মিছিল থেকে ৮ জন আটক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৬:৩৬ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ৬:৩৬ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামী হরতালের পক্ষে মিছিল বের করলে পুলিশ ৮ জনকে আটক করে। সোমবার (২০ নভেম্বর) সকালের দিকে উপজেলার হাসপাতাল রোডের সাদ্দাম মোড়ে জামায়াত ইসলামী এ মিছিল বের করে।

ভুরুঙ্গামারী থানা পুলিশ জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও ত্বত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের ২য় দিনে একটি মিছিল বের করে জামায়াত ইসলামী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। পরে নাশকতার আশঙ্কায় জামায়াতের ৮ জন নেতা-কর্মীকে মিছিল থেকে আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছে , উপজেলা সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত কাজম আলীর ছেলে ফজলুল হক (৬০), হাসমত আলীর ছেলে আব্দুল করিম (৭০), মৃত মোজাফফর হোসেনের ছেলে মিনহাজ (৪৫), জহির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত বেলাল হোসেনের ছেলে এনামুল হক (২৩), মৃত বছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২১), শাহজাহান আলীর ছেলে আরিফুল  ইসলাম (২১) এবং  হযরত আলীর পুত্র সাব্বির রহমান (১৯)।

আটককৃতদের ভূরুঙ্গামারী থানা পুলিশ (২০ নভেম্বর) সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান ও রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলা দিয়ে কুড়িগ্রাম চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়