গজারিয়ায় বাস খাদে পড়ে নিহত এক, আহত ২০

আগের সংবাদ

ফখরুলের জামিন শুনানি পেছানো নিয়ে আদালতে হট্টগোল

পরের সংবাদ

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন অভিনেতা সিদ্দিক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ , ৩:২২ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২০, ২০২৩ , ৩:২২ অপরাহ্ণ

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ’র আওয়ামী লীগের কার্যালয় থেকে তিনি নিজে এসে ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সিদ্দিকুর রহমান বলেন, আমি ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ আসন থেকে দু’টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এর আগে সোমবার (২০ নভেম্বর) সকালে তৃতীয় দিনের মতো রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, তৃতীয় দিনের মতো সোমবারও উৎসবমুখর পরিবেশের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রবিবার পর্যন্ত দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

জানা গেছে, দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে ১০৭৪টি এবং দ্বিতীয় দিনে ১২১২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এমএমএস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়