ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোকদম আলী (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। এনআই এক্ট মামলায় এক বছরের কারাদণ্ড প্রাপ্ত ছিলেন তিনি। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
কারাগার সূত্র জানায়, গত ১৭ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে ৫০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর তাকে মানিকগঞ্জ জেলা কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছিলো। তার বাবার নাম দারোগ আলী। বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাই বাংগা বাজার মোড় এলাকায়। তার কয়েদী নং-৮৭৩৬/এ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।