বিএনপিসহ বিরোধীদের ৪৮ ঘণ্টার হরতাল চলছে

আগের সংবাদ

হরতালের আগের রাতে ৮ যানবাহনে আগুন

পরের সংবাদ

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ , ৮:২৯ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ১৯, ২০২৩ , ৮:২৯ পূর্বাহ্ণ

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন লাগিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। এ নিয়ে বিএনপির ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে ট্রেনে দ্বিতীয় আগুন দেয়ার ঘটনা ঘটল।

যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি বলেন, ভোররাত চারটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ট্রেনটি স্টেশনে খালি অবস্থায় থেমে ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

প্রসঙ্গত, রবিবার (১৯ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়