হোসেনপুরে প্রবাসীর স্ত্রী ও ২ মে‌য়ের লাশ উদ্ধার

আগের সংবাদ

ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণ দরকার

পরের সংবাদ

ঘূর্ণিঝড় সিডর

স্বজন হারাদের চোখে ভাসছে এখনো সেদিনের স্মৃতি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩ , ১২:০৪ পূর্বাহ্ণ আপডেট: নভেম্বর ১৫, ২০২৩ , ১:০৮ পূর্বাহ্ণ

আজ সিডর দিবস। ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতির প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড করে দিয়েছিল দক্ষিণের জনপদ। মারা যায় ৪ হাজারের বেশী মানুষ। অগণিত গবাদিপশুর মৃত্যু হয়েছিল। বাড়িঘর, ফসলী জমি, রাস্তাঘাট, ভেরীবাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুন্দরবনের গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছিল।

সুপার সাইক্লোন সিডরে আজও স্বজন হারানোদের কান্না থামেনি। আমতলীতে বেশ কয়েকটি নতুন সাইক্লোন সেল্টার নির্মাণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার করা হলেও এখনো অনেক বাঁধ সংস্কারহীন অবস্থায় রয়েছে। প্রকৃতির সঙ্গে প্রতিদিন যাদের যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে তাদের জন্য বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এখনো করা হয়নি।

সুপার সাইক্লোন সিডরের ক্ষত চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। সিডরের দুইদিন পূর্বে উপজেলা ঘটখালী ও বৈঠাকাটা গ্রামে থেকে ১৪ জন দিন মজুর পানের বরজের জন্য ধানশিলতা সংগ্রহে ট্রলার নিয়ে সাগরের সুন্দরবন এলাকার দুবলারচরে যায়। সিডরের ভয়াল রাতে তাদেরকে ট্রলারসহ ভাসিয়ে নিয়ে যায় পায়রা নদীর মোহনা সংলগ্ন টেংরাগিরি বনের কাছে।

এদের মধ্যে চারজন জীবিত ফিরে আসলেও ১০ জন আজো ফিরে আসেনি। এরা হলো- ইউসুফ (৪০), জব্বার (৫৫), সোবাহান (৪২), হোসেন (৫০), খলিল (৩৫), রতন (৪০), সোহেল (১৮), মনিরুল (২৫), দেলোয়ার (২৫), আলতাফ (২০)। স্বজনদের হারিয়ে অসহায় সে পরিবারগুলো চোখে ভাসছে স্বামী ও ছেলে ও পিতার ছবি।

এদিকে সিডরে দু’উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ৪৩/১ পোল্ডারে ২৫ কিলোমিটার, ৪৪/বি পোল্ডারে ২০ কিলোমিটার ও ৪৫ পোল্ডারে ১৫ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যায় ও ক্ষতিগ্রস্থ হয়। এখনো অনেকটা হুমকির মধ্যে রয়েছে বেড়িবাঁধ ভাঙ্গন কবলিত এলাকার মানুষ জন্য।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সুপার সাইক্লোন সিডরের পরে যতটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে, তা অত্র এলাকার জন্য পর্যাপ্ত নয়। উপকূলে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণ করা খুবই জরুরি।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়