গাজায় শরণার্থী শিবিরের পাশে হামলায় নিহত ৪

আগের সংবাদ

ডোনাল্ড লু’রচিঠি কেবল অগ্রহণযোগ্যই নয়, কূটনৈতিক-রাজনৈতিক অশিষ্টতা

পরের সংবাদ

ডিএমপি কমিশনারের কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩ , ৩:৫৮ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৫, ২০২৩ , ৩:৫৮ অপরাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, টোটাল সিকিউরিটি দেখার জন্যে এখানে এসেছিলাম। যদি কোনো নৈরাজ্য হয় সেখানে পুলিশ অবশ্যই কঠোর অবস্থান নেবে।

নির্বাচন ঘিরে দেশে শান্তিশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নেবে বলে হুঁশিয়ারি করেন হাবিবুর রহমান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘিরে নির্বাচন কমিশন ও অন্যান্য নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্যে যেসব কাজ পুলিশের করা দরকার, তা সব কিছুই করবে পুলিশ। আজকে বিশেষ সিকিউরিট চেকআপ, নিরাপত্তা তল্লাশি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার বিষয়টি দেখার জন্যে এসেছি।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এমন এক সময়ে তিনি এই তফসিল দিতে যাচ্ছেন, যখন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারাদেশে অবরোধ চলছে। বিরোধী দলের এমন কর্মসূচির মধ্যে তফসিল ঘোষণা উপলক্ষে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নির্বাচন ভবনের আশেপাশে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়