অবৈধ দোকানদারদের তালিকা করে ব্যবস্থা

আগের সংবাদ

তফসিল ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিএনপির (ভিডিও)

পরের সংবাদ

ডেঙ্গুতে মৃত্যু ১৫শ’ ছুঁই ছুঁই

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ , ৬:৪৫ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ১৪, ২০২৩ , ৬:৪৫ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে মৃত্যু হলো ১ হাজার ৪৯৬ জনের। মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৭০ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৩১৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ হাজার ১৫১ জন ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ লাখ ৯৫ হাজার ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৪ হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে চলতি বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বর মাসে—৩৯৬ জনের। আর গত মাসে মারা গেছেন ৩৫৯ জন। এর আগে আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয় ৩৪২ জনের। চলতি বছরের মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেখেছে দেশ।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়