×

সারাদেশ

জাপা নেতার বিরুদ্ধে কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম

জাপা নেতার বিরুদ্ধে কোটি টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (সংশোধিত ২৩ নভেম্বর ২০২০) এর আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ারহাট সিদ্দিকীয়া আলীম মাদ্রাসায় ৭টি পদের বিপরীতে লোক দেখানো পরীক্ষা দিয়ে স্বীয় পছন্দের প্রার্থীকে নিয়োগ দানে কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদ্রাসার সভাপতি ও সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সভাপতি কবির উদ্দিন সরকার ওরফে জি এম কবির মিঠু ও ভারপ্রাপ্ত সুপার জিয়াউল হকের বিরুদ্ধে। সরেজমিনে গত শনিবার দুপুরে জেলার সৈয়দপুর উপজেলার পোড়ারহাট সিদ্দিকীয়া আলীম মাদ্রাসায় গেলে, সাংবাদিকদের দেখে জড়ো হতে থাকে বিভিন্ন পদের আবেদনকারীরা। ছুড়তে থাকে লোক দেখানো পরীক্ষার আয়োজনসহ সভাপতি ও সুপারের বিরুদ্ধে ৭টি পদে কোটি টাকার নিয়োগ বাণিজ্যে একের পর এক অনিয়মের অভিযোগের তীর। অভিযোগ রয়েছে, কাঙ্ক্ষিত অর্থের বিপরীতে প্রার্থী না পাওয়ায় দীর্ঘ কয়েক বছর যাবত একের পর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনপত্র আহবান করেই চলেছেন মাদ্রাসার সভাপতি। পরিশেষে ৩য় বারের মত পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নিয়োগে মোটা অংকের বাণিজ্য হয়েছে বলেই পরীক্ষার সময় আগত সাংবাদিকদের ম্যানেজ করতে প্রায় ২ লাখ টাকা ব্যয় করেছেন সভাপতি। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে টাকা দিতে হয়েছে বলেও জানান তারা। তবে, আগত এক সাংবাদিককে ‘তুই’ বলে সম্বোধন করায় সাংবাদিকদের তোপের মুখেও পড়েন তিনি। পরে ওই সাংবাদিককে ছোট ভাই বলে সম্বোধন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন মাদ্রাসার সভাপতি। জানা যায়, গত শনিবার (৪ নভেম্বর) সৈয়দপুর উপজেলার পোড়ারহাট সিদ্দিকীয়া আলীম মাদ্রাসায় এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ৭টি পদে মোট ৪২ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লোক দেখানো এই পরীক্ষার আয়া পদে নিয়োগ কমিটির সদস্য ও সাবেক ইউপি মেম্বার সায়েদ আলীর মেয়ে লাকী বেগম, মাদরাসার জমিদাতা মৃত শমসের আলীর ছেলে আনিছুর রহমান, অফিস সহকারী পদে মোজাহারুল ইসলামের ছেলে রিপন, নৈশ প্রহরী পদে ওই মাদ্রাসার খোদ ভারপ্রাপ্ত সুপার জিয়াউল হকের আত্মীয় আবু বক্করের ছেলে আল মিজানুর রহমান উজ্জল, অফিস সহকারী কাম হিসাব রক্ষক, পদে সহ সুপার, কম্পিউটার অপারেটর ও পরিচ্ছন্নতাকর্মী পদে আরও ৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে। এদিকে, মঙ্গলবার (৭নভেম্বর) সকালে সরেজমিনে মাদ্রাসায় গিয়ে নিয়োগের ব্যাপারে ভারপ্রাপ্ত সুপার জিয়াউল হকের কাছে জানতে চাইলে, তিনি অসুস্থ তাই কিছু বলতে পারবেন না বলে সাংবাদিকদের জানিয়ে বিষয়টি কৌশলে এড়িয়ে যান। পরে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পোড়ারহাট সিদ্দিকীয়া আলীম মাদ্রাসার সভাপতি কবির উদ্দিন সরকার ওরফে জি এম কবির মিঠু সাংবাদিকদের বলেন, ৭টা প্রার্থীর মধ্যে ৪টাই জমি দাতাসহ অন্যান্যরা কোন টাকা দেয়নি, বাকী ৩টায় নেয়া হয়েছে, নিয়োগে খরচ আছে, সেটা দিয়েই সব কিছু ম্যানেজ করতে হয়েছে। তবে প্রকৃত মেধাবীদের বাদ দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের স্বীয় পছন্দের প্রার্থীদের নিয়োগ দেয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রহণকৃত পরীক্ষা বাতিলের দাবী করেছে নিয়োগ বঞ্চিত মেধাবী প্রার্থীরা। প্রসঙ্গত, স্কুল-কলেজ ও মাদ্রাসায় নিয়োগ কার্যক্রম শুরু হলেই প্রতিষ্ঠানগুলোতে দেখা মেলে এক শ্রেণীর কথিত সাংবাদিকদের উপচে পড়া ভীর। কখনও কখনও দেখা যায়, প্রার্থীর থেকে কথিত সাংবাদিকদের সংখ্যাই বেশি। কেউ কেউ প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে সাংবাদিকদের নামীয় লম্বা তালিকা ধরিয়ে দিয়েই হঠাৎই বনে যান সাংবাদিক নেতা। ফলে সম্মান আর চরম পরিচয় সংকটে পড়ছেন এ জেলার মূলধারার গণমাধ্যম কর্মীরা। গেল বৃহস্পতিবার সকালে নীলফামারী সার্কিট হাউজে আয়োজিত ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অপসাংবাদিকতা রুখতে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল বলে জানিয়েছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App