কোনো দল খুলছি না, আমার নেত্রী খালেদা জিয়া

আগের সংবাদ

টস জিতে ব্যাটিং করছে ইংল্যান্ড

পরের সংবাদ

সাবের হোসেন চৌধুরী

আওয়ামী লীগ নির্বাচনে কোন প্রতিপক্ষকে ভয় পায় না

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩ , ২:১১ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৮, ২০২৩ , ২:১১ অপরাহ্ণ

সাংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ কোন প্রতিপক্ষকে ভয় পায় না। কারণ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আছে। ত্যাগী কর্মী বাহিনী আছে। বঙ্গবন্ধুর আদর্শ আছে। জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে।

বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নতি করেছে, তা কেউ অস্বীকার করতে পারবে না। সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক অতীতের তুলনায় বর্তমানে অনেক ভালো আছে।

ঢাকা মহানগরের সবুজবাগ থানা জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি।

আজ বুধবার রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আযম খসরু। সম্মেলন উদ্বোধন করেন শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মো. জাকির হোসেন। সম্মেলন সমন্বয়ক ছিলেন ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাদবর।

আসন্ন নির্বাচন নিয়ে সর্তক থাকার নির্দেশ দিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, অতীতে নির্বাচনের সময় কেন্দ্রভিত্তিক কমিটি হতো। এবার কমিটি হবে বুথ ভিত্তিক। একটি কেন্দ্রের মধ্যে অনেক বুথ থাকে। প্রতি বুথে পাঁচশ জন করে ভোটার থাকে। বুথভিত্তিক কমিটি হলে নির্বাচনের আগে সবাইকে নিয়ে সাংগঠনিক শক্তিটা আরো সুসংহত ও সুসংগঠিত করা যাবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করা যাবে।

যারা নির্বাচনটা সুষ্টুভাবে হোক তা চায় না, যারা মনে করে নির্বাচনে অংশগ্রহণ করলে পরাজয়ের সম্ভাবনা বেশি। তারা যেন অপকৌশল করতে না পারে সেদিকে বুথকমিটিকে সর্তক থাকতে হবে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে গড়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। পরিকল্পনা বাস্তবায়ন করতে নির্বাচন দরকার। সংবিধানেও তা বলা আছে।

আওয়ামী লীগ সংবিধানে সব নিয়ম মেনে চলে নির্বাচন করে এবং করবে। নির্বাচনে জনগনের মেন্ডেড নিয়ে দেশের মানুষের সেবা করবে।

সবুজবাগ থানা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. উজ্জ্বল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জণ দাস, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মো. সাহাবুদ্দিন মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়