রাজধানীর নীলক্ষেত থানার পাশের নিহারিকা ভবনের সামনে থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিন অবরোধের শেষদিন আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে চড়ে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এগুলো ফেলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিউ মার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বলেন, এই মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে তাদের হেফাজতে নিয়েছেন। উদ্ধার হওয়া বস্তুগুলো এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।