ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে টরেন্টোতে ফিলিস্তিনিদের বিক্ষোভ

আগের সংবাদ

ঢাবি এলাকা থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার

পরের সংবাদ

প্রযুক্তিবিদ ড. জাহিদুল হাসান মুশফিকুর রহমান মারা গেছেন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ , ১:০১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৮, ২০২৩ , ১:০১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রে রকেট ডিজাইন ও উন্নয়নে দীর্ঘ তিন দশক ধরে নিয়োজিত খ্যাতিনামা প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ড. জাহিদুল হাসান মুশফিকুর রহমান মারা গেছেন।

সোমবার (১৬ অক্টোবর) লস এঞ্জেলেসের সিডার সাইনাই হাসপাতালে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. জাহিদুল রহমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী রুমানা রহমান, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নাসার প্রখ্যাত বিজ্ঞানীদের সঙ্গে পৃথিবীর সীমা ভেদ করে গ্রহ থেকে গ্রহান্তরে মহাযাত্রা, জানা ও জানানোর প্রচেষ্টায় গবেষণা ও অগ্রসরে ড. জাহিদুল রহমানের ছিল উল্লেখযোগ্য অবদান। সাম্প্রতিককালে নাসার উদ্যোগে মঙ্গলগ্রহ অভিযানের লক্ষে রোভার মহাযান এর ডিজাইন ও নির্মাণে নিয়োজিত দক্ষ দলের তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

রোভার মহাযানটি পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয় ২০২০ সালের ৩০ জুলাই। দীর্ঘ প্রায় ২৩ কোটি মাইল পাড়ি দেয়ার পর তা মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি।

তখন থেকে রোভার যান মঙ্গল গ্রহের ছবিসহ বিভিন্ন তথ্যাবলী নিয়মিত প্রেরণ করছে। মহাশূন্য বিজয়ের ক্ষেত্রে এটি একটি মাইলফলক।

ড. জাহিদুল রহমান বাংলাদেশের যশোর জেলায় জন্মগ্রহণ করেন। ড. জাহিদুল রহমানের আদি বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার পিতা আবদুর রহমান উনিশ শতকে বিশের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এমএসসিতে একমাত্র মুসলমান ছাত্র ছিলেন।

ড. জাহিদুল রহমান- বুয়েট থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করে টেক্সাস এ এন্ড এম বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে অগ্রসর গবেষণায় নিয়োজিত হন।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়