হিরো আলমের ওপর হামলা : প্রতিবেদন পিছিয়ে ৯ নভেম্বর

আগের সংবাদ
মশার ওষুধে জালিয়াতি: প্রতিবেদন জমা দেয়ার শেষ দিন আজ

মশার ওষুধে জালিয়াতি: প্রতিবেদন জমা দেয়ার শেষ দিন আজ

পরের সংবাদ

ভারত থেকে কানাডার ৪১ কূটনীতিক বহিষ্কার

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১:১০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১:১১ অপরাহ্ণ
ভারত থেকে কানাডার ৪১ কূটনীতিক বহিষ্কার

কানাডার ৪১ জন কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। আগামী ১০ অক্টোবরের মধ্যে কানাডার এসব কূটনীতিককে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

মূলত কানাডার খালিস্তানপন্থি শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর উত্তর আমেরিকার এই দেশটির সঙ্গে ভারতের কূটনৈতিক উত্তেজনা চলছে।

আর এর মধ্যেই ভারতের পক্ষ থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে বলা হলো। খবর রয়টার্সের।

গত জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে উঠেছে।

নিহত নিজ্জার নয়াদিল্লির চোখে ‘সন্ত্রাসী’ হলেও তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়েছে ভারত।

এই পরিস্থিতিতে কানাডার ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিতে বলেছে ভারত। ভারতে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছে এবং ভারত বলেছে-কানাডিয়ান কূটনীতিকদের মোট এই সংখ্যা থেকে ৪১ জন কমানো উচিত।

অবশ্য এ বিষয়ে ভারতীয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর এর আগে বলেছিলেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের জন্য ‘সহিংসতার পরিবেশ’ এবং ‘ভীতি প্রদর্শনের পরিবেশ’ রয়েছে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়