গণতন্ত্র ফিরিয়ে আনতে রাস্তায় নামতেই হবে: দুদু

আগের সংবাদ

অর্থপাচার মামলায় ড. ইউনূসকে দুদকে তলব

পরের সংবাদ

ফরিদপুরের অভিমুখে বিএনপির রোডমার্চ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ , ১:৪৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৩, ২০২৩ , ১:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরের অভিমুখে বিএনপির রোডমার্চ

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২টার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে উদ্বোধনী সমাবেশের পর বৃষ্টি উপেক্ষা করেই ফরিদপুর বিভাগীয় রোডমার্চটি রওনা হয়।

জানা গেছে, রোডমার্চটি রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুরে যাবে। সেখানে একটি জনসভার মাধ্যমে রোডমার্চটি শেষ হবে। এছাড়া পথে পথে সভা করবে দলটি।

মঙ্গলবার দুপুর ১২টায় নেতাকর্মীদের বক্তব্যের পর রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোডমার্চ উদ্বোধন হয়। এরপর সভাটি বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে রোডমার্চটি ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়।

সরেজমিনে দেখা যায়, রোডমার্চে যোগ দিতে ভোর থেকেই বাস, ট্রাক, মাইক্রোবাস,মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী গোয়ালন্দ মোড়ে আসছেন।গোয়ালন্দ মোড়ে এসে তারা সবাই একত্র হচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে রোড মার্চ।

বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমনে ও যানবাহনের কারণে মহাসড়কে জটলা তৈরি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা রোডমার্চে অংশ নেই। নেতাকর্মীদের বক্তব্যের পর রোডমার্চটি ফরিদপুরের দিকে রওনা হয়েছে।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়