এইডসের কর্মশালায় মালয়েশিয়া যাচ্ছেন ১১ কারা কর্মকর্তা

আগের সংবাদ

দ্বিতীয় সন্তানের জন্মের পর অভিনয় ছাড়বেন আনুষ্কা!

পরের সংবাদ

জওয়ানদের ‘জওয়ান’ দেখার আয়োজন ‘শাহরুখ খান স্কোয়াডের’

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩ , ৯:৪২ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ২, ২০২৩ , ৯:৪৮ পূর্বাহ্ণ

১ হাজার কোটি রুপির ব্যবসা। ‘পাঠান’-এর রেকর্ডও ভেঙে দিয়েছে ‘জওয়ান’। ৪ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে একাই রাজত্ব করছেন শাহরুখ খান।

আর শাহরুখের এই সাফল্যেই উচ্ছ্বসিত কলকাতার ফ্যান ক্লাব ‘শাহরুখ খান স্কোয়াড’-এর সদস্যরা। চার বছরের খরা কাটিয়ে পর পর ‘হিট’।

হাজার কোটির ক্লাবে ঢোকা ‘জওয়ান’ ছবির সাফল্যকে স্মরণীয় করে রাখতে তাই অভিনব উদ্যোগ। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের নিয়ে ‘জওয়ান’ দেখার আয়োজন করল ‘শাহরুখ খান স্কোয়াড’।

ভবানীপুরের বিজলি সিনেমায় দুপুরের শো দেখলেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েক জন সদস্য। আয়োজকদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ কর গণমাধ্যমকে জানালেন, শাহরুখের ছবি মুক্তি পেলে আমরা প্রথম দিনের প্রথম তো শো দেখিই, তার সঙ্গে নানা রকম ইভেন্ট করে থাকি।

‘জওয়ান’-এর এই এক হাজার কোটির সাফল্য উদ্যাপনের জন্য অভিবন কিছু করার কথা ভাবছিলাম। তখনই জওয়ানদের নিয়ে ‘জওয়ান’ দেখার পরিকল্পনা করলাম।আমরা খুশি, ভারতীয় সেনারা আমাদের অনুরোধ রেখেছেন।

সেনাবাহিনীর এক কর্তা বলেন, আমরাও চাই, সাধারণ মানুষের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক। সাধারণ মানুষের সঙ্গে জওয়ানদের সম্পর্ক আরও সুদৃঢ় করার পথ তৈরি করে দিয়েছে এই ছবি। এভাবে আগামী দিনেও আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়