বঙ্গবন্ধুর চিন্তা ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার

আগের সংবাদ
বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময় সূচি

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচি

পরের সংবাদ

আইনমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছেন খালেদা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ৩:১৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৩ , ৩:২১ অপরাহ্ণ

আইনমন্ত্রী আনিসুল হকের আহ্বানের প্রেক্ষিতেই বিদেশে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট নিজের চেম্বারে এ কথা বলেন তিনি।

কায়সার কামাল আরো বলেন, আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে। আইনমন্ত্রীর এ আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার। আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি।

তিনি বলেন, জীবন রক্ষার জন্য এখনো সরকারের কাছে মানবিকতা প্রত্যাশা করছে খালেদা জিয়ার পরিবার।

কায়সার কামাল বলেন, সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে। সরকার নির্বাহী আদেশেই তাকে বিদেশে পাঠাতে পারেন।

এর আগে ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার।

আইনমন্ত্রী আনিসুল হক গেল বৃহস্পতিবার বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়া হবে।

এআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়