প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডিএনসিসিতে সাত দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী

আগের সংবাদ

নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলা, ১২ সেনা নিহত

পরের সংবাদ

সীতাকুণ্ডে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা 

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩ , ৩:০১ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩ , ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সীতাকুণ্ডের আকবরশাহ্ হিলভিও এলাকায় মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ ইকরামের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম (৪) সীতাকুণ্ড আংশিক আকবরশাহ্ এলাকার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাম্মদ ইমরান । বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাহাড়তলী গার্লস স্কুল পরিচালনা কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা নুরুল আবছার প্রমুখ। লায়ন মো. ইমরান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বর্তমান বিশ্বে বাংলাদেশের গুরুত্ব ও মর্যাদা অনেক বাড়িয়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী । ৭৭ তম জন্মদিনে আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি আশ্বাস দেন যদি আল্লাহর রহমতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে পারি এবং এমপি হিসেবে জয়লাভ করতে পারি, তাহলে আপনাদের সব সমস্যা দুর করার চেষ্টা করবো।

এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নূরউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, নন্দন রায় , আবুল খায়ের ও আকবরশাহ এলাকার মান্নান, ফয়েজ রুবেল প্রমুখ।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়