তামিম ইকবাল না থাকায় বাংলাদেশ ক্রিকটে টিমের ওপেনিংয়ের গুরু দায়িত্বটা এখন লিটন দাসের কাঁধে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে তার ব্যাট ভাঙার দৃশ্যই বলে দিচ্ছে অফফর্ম নিয়ে কতটা বিচলিত লিটন।
তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন টাইগার দলপতি সাকিব আল হাসান। তার বিশ্বাস, লিটন বিশ্বকাপে ভালো কিছু করবেন, সেরাদের একজন হবেন। দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এমনটি জানিয়েছেন সাকিব।
তিনি বলেন, ‘আমার কাছে কেন জানি মনে হয় এই বিশ্বকাপের বেস্ট প্লেয়ারদের একজন হবে লিটন। ওর কাছে আমাদের ওর ব্যাটিংয়ের চেয়ে বেশি কিছু দরকার নেই। সে যদি শুধু তার নিজের ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ তাকে টিভিতে আরও বেশি উপভোগ করতে চাইবে। আমি নিশ্চিত, এই বিশ্বকাপে পুরো বিশ্বই তার দিকে তাকিয়ে থাকবে।’
দলের ওপেনিং পজিশন নিয়ে সাকিব বলেন, ‘লিটন-তানজিদ দুজনই খুব এক্সসাইটেড প্লেয়ার। আমার কাছে মনে হয়, তারা আমাদের দলের গেম চেঞ্জার। তাদের কাছে প্রত্যাশা, যেদিন শুরু পাবে ওইদিন যেন ম্যাচটা জিতিয়ে আসে। আর কিচ্ছু করতে হবে না। নয় ম্যাচে হয়ত দুইটা, সর্বোচ্চ তিনটা, ওদের দুই-থেকে তিনটা খুব ভালো ম্যাচ খেলতে হবে। তাহলেই হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।