পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

খুনিদের আখড়ায় পরিণত হয়েছে কানাডা

আগের সংবাদ
গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

পরের সংবাদ

তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ
তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

রংপুরের তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নিজস্ব তহবিল থেকে দৈনন্দিন ব্যবহার্য উপকরণ উপহার দিলেন সুমনা আক্তার লিলি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রহিমাপুর মন্ডলপাড়া গ্রামে এসব উপহার সামগ্রী বিতরণ করেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সুমনা আক্তার লিলি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য তুহিনুর ইসলাম তুহিন, হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য শাহজালাল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুমনা আক্তার লিলি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আজকে যেসব উপহার দেয়া হলো তা আমার ব্যক্তিগত অর্থায়নে দেয়া হলেও আমি এই উপহার সামগ্রী দিলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

আরেক প্রশ্নের উত্তরে লিলি বলেন, সাধারণ মানুষ আমাকে চাচ্ছেন। তাই আমি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে আমি শতভাগ আশাবাদী আমি মনোনয়ন পাবো। তবে মনোনয়ন পাই আর না পাই, সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে যেমন আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।

কেএমএল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়