সাত বছর পর ভারতে পাকিস্তান ক্রিকেট দল

আগের সংবাদ

শেখ হাসিনাই গড়বেন স্মার্ট বাংলাদেশ: রাষ্ট্রপতি

পরের সংবাদ

৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১০:১৪ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩ , ১২:৪১ অপরাহ্ণ
৬ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ইসরাইলে আরব সংখ্যালঘুদের ওপর ভয়ংকর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। এরই জেরে দেশটিতে বুধবার পৃথক দুটি ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর ইসরাইলের বাসমাত তাবুন শহরে গুলি করে হত্যা করা হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যকে। তাদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ। খবর আলজাজিরার।

এ ঘটনায় নিহতরা সম্পর্কে বাবা-মা ও তাদের তিন সন্তান ছিলেন বলে নিশ্চিত করেছে পর্যবেক্ষক সংগঠন আব্রাহাম ইনিশিয়েটিভস।

পুলিশ বলেছে, সন্দেহভাজন হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করেছে তারা।

এর আগে, হাইফা শহরে আরেক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে মুখোশধারী বন্দুকধারীরা। ওই ব্যক্তি কর্মস্থলে যাওয়ার পথে হামলার শিকার হন। একই দিনে সংঘটিত এই হত্যাকাণ্ডগুলো কোনোভাবে সম্পর্কিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়